মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
- Answer
- তৎকালীন রেসকোর্স ময়দানে।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ট্যাগবিহীন
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর ঢাকা সেনানিবাসে।
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন বঙ্গবন্ধু কখন বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে স্থাপন করা হয়? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উত্তর ১০ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উত্তর বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
- প্রশ্ন কোন ফরাসী সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন? উত্তর আঁদ্রে মায়ারা।
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? উত্তর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? উত্তর ৩৫ জন।
- প্রশ্ন শহীদ ড. শামসুজ্জোহা-কে কোথায় হত্যা করা হয়েছিল? উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
- প্রশ্ন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কবে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্ত করা হয়েছে? উত্তর ৩০ অক্টোবর ২০১৭
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা কে? উত্তর অ্যালেন গিনসবার্গ
- প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর ৪ এপ্রিল ১৯৭২
- প্রশ্ন দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর জেনারেল সুখওয়ান্ত সিং