মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- Answer
- আগারগাঁও, ঢাকা।
- Description
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৯৬ সালে। প্রতিষ্ঠাকালীন এটির অবস্থান ছিল ঢাকার সেগুনবাগিচায়। সরকার ২০০৮ সালে পশ্চিম আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে জাদুঘরটি স্থানান্তরের জন্য ২.৫ বিঘা জমি মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের কাছে হস্তান্তর করে। ১৬ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন করা হয় আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের।
- Categories
- বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও স্থাপনা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাদুঘর, ঠিকানা/অবস্থান, ঢাকা জেলা, মুক্তিযুদ্ধ জাদুঘর
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘শাশ্বত বাংলা’ কোথায় অবস্থিত? উত্তর রংপুর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘গৌরবাঙ্গন’ কোথায় অবস্থিত? উত্তর যশোর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? উত্তর যশোর
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? উত্তর কর্নেল (অব.) আবদুর রব।
- প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন? উত্তর মেজর খালেদ মোশারফ
- প্রশ্ন সাইমন ড্রিং কে ছিলেন? উত্তর ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উত্তর ২৫ মার্চ ১৯৭১, মধ্যরাতে।
- প্রশ্ন স্বাধীনতার ইশতেহার কবে পাঠ করা হয়? উত্তর ৩ মার্চ ১৯৭১