বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- Answer
- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- Description
স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য বাংলাদেশ নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালায়। ১৯৭২ সালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু পাকিস্তান সরকারের প্ররোচনায় নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের ফলে পর পর দুবার ব্যর্থ হতে হয়।
অবশেষে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সাথে আরও ২টি দেশ, গ্রানাডা (Grenada) এবং গিনি বিসাউ (Guinea-Bissau) জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- Categories
- বিশ্ব সংস্থায় বাংলাদেশ
- Tags
- জাতিসংঘে বাংলাদেশ, তারিখ
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? উত্তর ১৭ অক্টোবর ১৯৭২
- প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর ১৩৬তম
- প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয়? উত্তর চীন (২৫ আগস্ট ১৯৭২)
- প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে? উত্তর ২৯তম
- প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? উত্তর ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ২ মার্চ ১৯৭১ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর ১৮ এপ্রিল কলকতায়।
- প্রশ্ন পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? উত্তর ২০ জানুয়ারি ১৯৬৯।
- প্রশ্ন মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়? উত্তর ১৫ ডিসেম্বর ১৯৭৩
- প্রশ্ন UNAB-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Associations of Bangladesh
- প্রশ্ন ওআইসি (OIC)’র কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? উত্তর ২য় শীর্ষ সম্মেলন
- প্রশ্ন মেহেরপুর মহকুমা কবে জেলায় উন্নীত হয়? উত্তর ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।
- প্রশ্ন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর ৭ মার্চ ১৯৭৩