পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
- Answer
- ২৩ জুন ১৭৫৭ সালে
- Description
নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশির প্রান্তরে ২৩ জুন ১৭৫৭ সালে যে যুদ্ধ সংঘটিত হয় তা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেন।
- Categories
- প্রাচীন বাংলার ইতিহাস
- Tags
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারিখ, পলাশীর যুদ্ধ
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষণা করেন? উত্তর ২৩ মার্চ ১৯৬৬ সালে
- প্রশ্ন বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? উত্তর ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কবে? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন আইয়ুব খান কবে পদত্যাগ করতে বাধ্য হয়? উত্তর ২৫ মার্চ, ১৯৬৯ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবিদের উপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয় ? উত্তর ১৪ ডিসেম্বর ১৯৭১
- প্রশ্ন ইউরোপীয় বণিকদের মধ্যে কারা বাংলায় প্রথম এসেছিল? উত্তর পর্তুগিজরা
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? উত্তর ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ২ মার্চ ১৯৭১ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর ১৮ এপ্রিল কলকতায়।
- প্রশ্ন পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? উত্তর ২০ জানুয়ারি ১৯৬৯।
- প্রশ্ন মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়? উত্তর ১৫ ডিসেম্বর ১৯৭৩
- প্রশ্ন ‘জাতিসংঘ সমুদ্র আইন’ বা UNCLOS কবে স্বাক্ষরিত হয়? উত্তর ১০ ডিসেম্বর ১৯৮২ সালে
- প্রশ্ন মেহেরপুর মহকুমা কবে জেলায় উন্নীত হয়? উত্তর ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।