কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না?
- Answer
- ১০ নং সেক্টর।
- Description
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। তন্মধ্যে ১০ নং সেক্টর নৌ-কমান্ড নিয়ে গঠিত হয়। এ সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এ সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিযুদ্ধের সেক্টর, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন ৩ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? উত্তর মেজর এম.এম নুরুজ্জামান
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তর ১০ নং সেক্টর
- প্রশ্ন আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ১০ নং সেক্টরের
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন্ সেক্টরের অর্ন্তভুক্ত ছিল? উত্তর ৭ নং সেক্টর
- প্রশ্ন ১০ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ৪টি।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিরা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কবে? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে কে ভাগ করেন? উত্তর জেনারেল আতাউল গনি ওসমানী।
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবী কবর নেই? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? উত্তর পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
- প্রশ্ন শহীদ ড. শামসুজ্জোহা-কে কবে হত্যা করা হয়েছিল? উত্তর ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯
- প্রশ্ন দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ম্যাডিসন স্কয়ার গার্ডেন